
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের ২০ দিন অতিবাহিত হওয়ার পরও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। রবিবার (৯ মার্চ) দুপুরে ছাত্রীর মা ও দাদা মামলার বাদী খুশী মোহন মন্ডল মির্জাপুর প্রেসক্লাবে এসে এ অভিযোগ করেন। আসামীরা অনেকেই গ্রামে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ তাদের ধরছে না অভিযোগ করে হতাশা প্রকাশ করেন তারা। রবিবার (৯ মার্চ) দুপুরে ছাত্রীর মা ও দাদা মামলার বাদী খুশী মোহন মন্ডল মির্জাপুর প্রেসক্লাবে এসে তাদের মেয়েকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন।
জানা যায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্রী (১৪) প্রতিদিনের মতো গত (১৭ ফ্রেরুয়ারি) ক্লাসে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরমধ্যে একই গ্রামের খুশী মন্ডলের ছেলে খোকন (২৩) ওই ছাত্রীর সাথে নিজের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। খোকন ওই ছাত্রীকে অপহরণ করে অন্যত্র গোপন স্থানে অবস্থান করছেন ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ছাত্রীর দাদা খুশী মোহন মন্ডল মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে ছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরণকারী খোকনের লোকজন গত (২১ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বাদী খুশী মোহন মন্ডল ও পিশা (ফুফা) গিরেনের ওপর অপহরণের মূল হোতা খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫/৭ জন মিলে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। রাতে আহত দু’জনকেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ মামলার তদন্তকারী অফিসার ও দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নূরুন্নবী বলেন, এ ঘটনায় মামলার পর একজন আসামীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। প্রধান আসামীসহ অন্য আসামীদের গ্রেপ্তার এবং অপহৃত মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।