
ঘাটাইল প্রতিনিধি।।
‘দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে দূর্যোগ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এন,এম রফিকুল আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক-শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সুশীল সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।