ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টা্র।।
দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোনালিসা মুন্নি, সমাজকর্মী নাহার চাকলাদার, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দফতর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা ও সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক তার উল্টো পথে হাঁটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল খান-দান আর ঘুমান। মধ্যরাতে তামাশার প্রেস বিজ্ঞপ্তি দেন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আছিয়াসহ অন্যান্য নারী ও শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। তারা আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা মাগুরায় আট বছরের শিশুকে দেখলাম। মির্জাপুরের ৯ বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে দেখলাম। এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

 

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *