মধুপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ভবন দখলের চেষ্টা

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মধুপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক নির্মানাধীন দোকান ও গ্যারেজ বেদখলের অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। জানা যায়, মধুপুর মৌজায় বি,আর,এস ১১৬৪ খতিয়ানের বি,আর,এস ৩৫৭৮ নং দাগের ৪৩ শতাংশ ভুমি ক্রয়সুত্রে মালিক শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। শহিদুল ইসলাম মৃত্যুবরণ করার পর তার স্ত্রী আনোয়ারা খন্দকার লিলি এবং তার পুত্র আহাদুল ইসলাম আদিত্য ও মেয়ে সিনথিয়া ইসলাম মালিক প্রাপ্ত হয়ে উক্ত জমিতে নতুন ভাবে ভবন নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। হঠাৎ করে বিবাদী খাদিজা রাজ গং উক্ত জমির মালিকানা দাবি করে জোরপূর্বক আমার ক্রয়কৃত জমি দখলের পায়তারা করে আসছেন।
ভুক্তভোগী আনোয়ারা খন্দকার লিলি জানান, ইতিপূর্বে আমি দীর্ঘদিন যাবত ভোগদখলে থাকা এস.এ ১৪১ ও বি.আর.এস ১১৬৪ নং খতিয়ানভুক্ত এস ,এ ৩৩৩ ও বি.আর.এস ৩৫৭৮ নং দাগের ৪৩ শতাংশ ভুমি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার বিধান অনুযায়ী পিটিশন- ৪০/২০২৪ নং মামলা দায়ের করি। যাহা পরবর্তীতে সি. আর মোকদ্দমা ১০৮/২০২৪ নং মামলা হিসেবে চলমান অবস্থায় আদালতের নির্দেশক্রমে মধুপুর সহকারী কমিশনার (ভুমি) সরেজমিনে তদন্ত করে উক্ত ৪৩ শতাংশ ভুমি আমার ভোগদখলে রয়েছে এই মর্মে একটি প্রতিবেদন পেশ করেন। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিগত ১৯ নভেম্বর ২০২৪ সালে আমার পক্ষে ও খোদেজা গংদের বিরুদ্ধে প্রসেডিং আদেশ প্রদান করেন এবং আমার দখলীয় উক্ত ৪৩ শতাংশ ভুমিতে খোদেজা রাজ গংদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু খোদেজা রাজ গং আদালতের আদেশ গোপন করে পুণরায় ৩৫৭৮ নং দাগের ৪৩ শতাংশ ভুমিসহ আরও অন্যান্য দাগের মোট ১০৯ শতাংশ ভুৃমি নিয়ে আমার বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিক্ষা বরাবর একটি মিথ্যা পিটিশন মামলা দায়ের করেন। পিটিশন মামলা ৬৩/২০২৫ এর পরিপ্রেক্ষিতে নালিশী ভূমিতে শান্তি বিদ্যমান রাখার লক্ষ্যে ফৌ: কা: বি: ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিজ নিজ দখলে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
কিন্তু বিবাদীপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে দেশীয় অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে শুক্রবার (৭ মার্চ) আমার দোকান ও গ্যারেজের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। আমি বাঁধা দিতে গেলে তারা  আমাকে মারতে এগিয়ে আসে এবং আমি ভয়ে ঘটনাস্থল ত্যাগ করি।
বর্তমানে আমার দখলে থাকা নির্মিত ঘরে ১০/১২ জন মহিলাকে থাকার জন্য ভাড়া করে এনেছেন। আদালতের নির্দেশ অমান্য করে যারা জোরপূর্বক আমার দখলে থাকা দোকান গ্যারেজ বেদখলের পায়তারা করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী আনোয়ারা খন্দকার লিলি।
এ বিষয়ে বিশিষ্টজনেরা জানান, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

 

 

৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *