
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যবস্থাপনায় এ গরু বিতরণ করা হয়। উপজেলার গাছাবাড়ি মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এর আগে এ প্রকল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবনমান উন্নয়নে হাঁস-মুরগী, ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়েছে। সুবিধাভোগীরা এসব পালনে এগিয়ে যাবে। লাল মাটির মধুপুর উপজেলার ৯টি ইউনিয়নে চলছে এ কার্যক্রম। ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর গারো, কোচ, বর্মণ নারী-পুরুষেরা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে মুরগির ঘরসহ মুরগী, গরু, ছাগল, ভেড়া পেয়ে তারা এগিয়ে যাবে বলে মনে করছেন তিনি।
সমতল এলাকার লাল মাটিতে গারো, কোচ, বর্মণদের বসবাস। এলাকার ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর গারো, কোচ, বর্মণদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকারের প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে।
হৃষ্ট পুষ্টকরণ প্যাকেজের ষাড় গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। আলোচনা সভা শেষে গরু বিতরণকালে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান ও স্থানীয় গারো, কোচ সম্প্রদায়ের প্রতিনিধি এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় ৮৫ জন সুবিধাভোগীর মধ্যে ৪০ জনকে ষাড় গরু বিতরণ করা হয়। বাকি সুবিধাভোগীদের মাঝে প্রকল্পের কর্মসূচি অনুযায়ী বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।