
স্টাফ রিপোর্টার।।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের অংশগ্রহণে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সংবাদ সম্মেলনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মোঃ মাহবুব-উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আঃ লতিফ মোল্লা ও মেডিকেল অফিসার ডাঃ আবু জাফর।
১৫ মার্চ শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ের ক্যা¤েপইনের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা শিক্ষাকর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এর কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে ৮টি করে জেলায় সর্বমোট ৩০১০টি কেন্দ্র রয়েছে। টিকাদান কেন্দ্র সহজে চেনার জন্য দৃশ্যমান স্থানের প্রতিটি টিকা কেন্দ্রে ১টি করে পুষ্টি পতাকা প্রদর্শিত থাকবে।
ইপিআই সিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের(পুরাতন) ৮টি সাব-বøক মোট ০১ দিন কার্যক্রম চলবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনসহ প্রায় ২৫জন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।