জুলাই বিপ্লবে নিহত হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর সংবাদদাতা ॥
গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর ইউনিয়নবাসী। এতে বক্তব্য রাখেন, নিহত হৃদয়ের বাবা লাল মিয়া, মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন।
বক্তারা বলেন, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।
সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল গত (৫ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ। তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া‌ হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।

২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *