নাগরপুরে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল নাগরপুর

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সোনালী স্পোটিং ক্লাব ও নাগরপুর ক্রিকেট একাডেমী দল অংশগ্রহণ করে। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খেলার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু।
খেলায় টস জয়ী সোনালী স্পোটিং ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৭ ওভারে ১০ উইকেটে ১১৭ রান করে। জবাবে নাগরপুর ক্রিকেট একাডেমী ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করলে নাগরপুর ক্রিকেট একাডেমী ৮ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ১৩ রানে ৩ উইকেট এবং ৫৯ বলে অপরাজিত ৩৮ রান অর্জন করায় ম্যান অব দ্যা ম্যাচ হয় আজম।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *