স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন নান্দুরিয়া গ্রামের দূরারোগ্য ব্যাধি নিউরোব্লাস্টেমা ক্যান্সারে সাড়ে ৪ বছরের আক্রান্ত শিশু আজিমের চিকিৎসা সেবার অর্থ সংগ্রহের জন্য সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাভেজা কন্ঠে ক্যান্সার আক্রান্ত আজিমের মা মল্লিক জান্নাতুল ফেরদৌস আঁখি সাহায্য ও সহযোগিতার আহবান করেন।
তিনি লিখিত বক্তব্যে জানান, প্রায় সাড়ে চার বৎসর পূর্বে স্বামী হিমেল হোসেন ও তার স্বল্প আয়ের সংসারে একটি পুত্র সন্তান জন্মলাভ করে। দুই বছর পূর্বে সস্তানের পেট ব্যথাসহ প্রচন্ড জর হলে ডাক্তারের শরন্নাপন্ন হলে জানা যায় ছেলে পেটের বাম পাশে রক্তনালীর সাথে ৯ সেন্টিমিটার একটি টিউমার। ঢাকার বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় টিউমারের ভিতরে ক্যান্সারের জীবানু আছে এবং স্টেজ-৩ এরপর জায়গা জমি বিক্রি করে ভারতের সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বোর্ড মিটিং করে জানায় কেমো থেরারী পর অপারেশন করা সম্ভব। কেমো থেরাপীর মাধ্যমে অপারেশনের ১০০ ভাগ ভালো হওয়া সম্ভব এই জানান চেন্নাই এপেলো হসপিটাল। বর্তমানে আমরা ঋণগ্রস্থ এবং সন্তানের চিকিৎসা খরচ বহন করিতে পারতেছি না। আমার সন্তান সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসার প্রাপ্য অধিকার নিয়ে অন্য সবার মতো বেঁচে থাকতে চায়। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছেন। সাহায্য ও সহযোগিতার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একাউন্ড নম্বর ২০৫০২০৪০২০৬৫৬৮৭০৭ যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মোবাইল নম্বর- ০১৩০৩৬০৬৪০৬