
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন ও দোকানে গাজা রাখার দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১ থেকে-১টা পর্যন্ত যমুনা নদীর গোবিন্দাসী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন ও ২টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়।
জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মঞ্জু শেখ নামে একজন ভেকু চালকে আটক করে ভ্রাম্যমাণ আাদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪,৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে ভূঞাপুর উপজেলা সদরে এক মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভাঙ্গুড়া ও ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে জরিমানা করা হয়। রোববার (৯ মার্চ) রাত্র ৮টার দিকে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা এবং টহল টিমের অভিযানে ভূঞাপুর কাঁচা বাজারে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনের পান-জর্দা ব্যবসায়ী ফরহাদকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয় ।
তার দোকানে তল্লাশি চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাজা জব্দ করে ফরহাদ নামক পান-জর্দা দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ফরহাদ পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের আকবর আলীর ছেলে।