স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের ভূঞাপুরে অধ্যক্ষ আব্দুস সোবহানের আর্থিক দূর্নীতি ও অনিয়মের কারনে দ্রুত অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় ভূঞাপুর ফাযিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাওঃ সিরাজুল ইসলাম, ইয়াসির আরাফাত, ফজলুর রহমান, ড. দেলোয়ার মাসুদ, আমিনা খাতুন, জেসমিন জাহানসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে অধ্যক্ষ সোবহানকে অপসারণের দাবী জানান।