হাবিবুর রহমান।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতির (টাজেস) ২০২৫-২৬-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানাকে সভাপতি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ওবায়দুল সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (৮ই মার্চ) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ বিজয় চন্দ্র মন্ডল, সহ-সভাপতি-২ মেহেরুননেসা মেরিনা । যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী , মোঃ শহিদুল ইসলাম সবুজ ও রুমা রহমান কথা। সাংগঠনিক সম্পাদক শাকিল শাহ্ , যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় , কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. মনজুরুল আলম , শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব উজ্জামান ইমরান , যুগ্ম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিয়া ইসলাম রোজা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম শুভ, যুগ্ম প্রচার সম্পাদক সাদিকা সামী , ছাত্র-কল্যাণ সম্পাদক সাথী আক্তার, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সৌরভ , এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- বুশরা ইভা, অপূর্ব কৃষ্ণ দে, রিফাত হাসান নিরব, সাদিয়া আফরিন খান, মোমেনা জান্নাত।
এছাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে আছেন- নাসির আহসান (মধুপুর), উবায়দুল্লাহ আল মামুন (ধনবাড়ি), মোঃ আজিমুদ্দিন আল আজাদ (গোপালপুর), মোঃ ফাহাদ হোসেন (ভূঞাপুর), মোঃ শান্ত হোসেন (ঘাটাইল), ইমন হাসান (কালিহাতি), মোঃ মুনতাকিমুল হক (টাঙ্গাইল সদর), আলিম রেজা (নাগরপুর), জাহিদ হাসান (দেলদুয়ার), শামিম মাহমুদ (মির্জাপুর), হাসিবুর রহমান (সখিপুর) ও মোঃ কাওছার ইসলাম (বাসাইল)।