
স্টাফ রিপোর্টার।।
সাম্প্রতিক সারাদেশে উদ্বেগজনক নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচীতে মধুপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম রুমান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন বক্তৃতা করেন।
বক্তাগণ দাবি করেন, সাম্প্রতিক নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, খুনের মতো ঘটনায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরণে শিগগির পদক্ষেপ নিতে না পারলে অবস্থা ভয়াবহের দিকে এগুবে। অন্তর্র্বতী সরকারকে এসব প্রতিহতে কঠোর অবস্থান নিতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধানও দাবি করা হয় কর্মসূচি থেকে।
ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ মধুপুর সরকারি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা কর্মসূচিতে অংশ নেন।