
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেওয়ায় নবী নুর ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মীর দেওহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবী নুর ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের জাহের আলীর ছেলে।
পুলিশ জানায়, নবী নুর ইসলাম দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোষ্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে তার ফেসবুক আইডি থেকে পোষ্ট দেয়। এটা স্থানীয়দের নজরে আসলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। সোমবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি ক্বারী মেরাজ মিয়াসহ স্থানীয় লোকজন নবী নুর ইসলামের বসতবাড়ি থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি হস্তগত করেন।
এ সময় তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তিসহ বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোষ্ট দেখা যায়। পরে নবী নুর ইসলামকে দেওহাটা এলাকার আমিনুরের ইটভাটার কাছে পেয়ে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে দেওহাটা এলাকার শফিকুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, মহনবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী নবী নুর ইসলামকে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে নবী নুর ইসলামকে টাঙ্গাইল আদালতের মাাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।