
স্টাফ রিপোর্টার।।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাবেল, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, টাঙ্গাইল সদর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব, ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আউয়াল প্রমুখ। সভায় জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সমিতি, উপজেলা সিএনজি শ্রমিক সমিতিসহ মহাসড়ক সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন রমজান ঈদে মানুষ যেন সুন্দরভাবে যানজটমুক্ত পরিবেশে নিজ নিজ বাড়িতে যেতে পারে সেই লক্ষে জেলা পুলিশকে কাজ করতে হবে। সেই সাথে মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করতে হবে।