
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নামকরণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সোমবার (১০ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ আলী স্বাক্ষরিত স্মারক নং ২৩.০০.০০০০.১৫০.১৬.০৫২.২৫.৭২, নম্বর পত্রে ১৬টি প্রতিষ্ঠান ও স্থানের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়। এই তালিকার প্রথমেই ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং ১১ নম্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নামকরণ করা হয়।