দেশে তাঁবেদারি সরকার প্রতিষ্ঠার চক্রান্ত চলছে- সালাম পিন্টু

টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, আজকে একটি আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছি। আজকে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। যাতে নির্বাচন না হয়। যাতে এই দেশে আরেকটি অভ্যুত্থান হয়। আর এই দেশে আরও একটি উচ্ছৃঙ্খল অবস্থান হয় তার জন্য আওয়ামী দোসররা, আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য তাঁবেদারি সরকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে বাংলাদেশের পতাকাকে উজ্জীবিত করবোই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের ভোটের অধিকার ছিল না। মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। মানুষের সম্পদ লুট ব্রিটিশ বিলেতের দেশে হাজার হাজার বাড়ি তৈরি করা হয়েছে। রাশিয়াতে টাকার পাহাড় গড়েছে। আমাদের বাংলাদেশের মানুষের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে কোনোদিন তারা খেয়াল করেনি। দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। বাংলাদেশকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আঁতাত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, কোনোদিন কল্পনা করিনি আপনাদের সঙ্গে মিলিত হব। কবে মৃত্যুবরণ করবো কবে ফাঁসির কাস্টে ঝুলবো এর মধ্য দিয়ে আমার কয়েকটি বছর কেটে গেছে। কিন্ত আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছি। আমি শুধু জেলখানায় নির্যাতিত ও অত্যাচারিত হয়নি আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস স্তূপে পরিণত করেছিলো। সে জন্য তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুণ থেকে দ্বিগুণত্বর করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে শক্তিশালী বাংলাদেশে পরিণত করার চেষ্টা করেছিলেন। কৃষি উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে শিল্প ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন। যখন বুঝতে পারলো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন তারা জিয়াউর রহমানকে হত্যা করল।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

২৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *