৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টাঙ্গাইল জেলা দল

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ওয়ানডে ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল চট্রগ্রামে যাচ্ছে। আগামী শনিবার (১৫ মার্চ) চট্রগ্রাম জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল মুখোমুখি হবে রংপুর জেলা ক্রিকেট দলের বিপক্ষে সকাল নয়টায়। আগামী (১৯ মার্চ) টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের প্রতিপক্ষ পাবনা জেলা এবং আগামী (২২ মার্চ) সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ হবিগঞ্জ জেলা ক্রিকেট দল।
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টায়াল ওয়ানের ৮টি ভেন্যু হলো- জামালপুর, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, বরগুনা, পিরোজপুর, চট্রগ্রাম ও রংপুর জেলা। প্রতিটি ভেন্যুতে ৪টি জেলা লীগ ভিত্তিকে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ৮টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নিয়ে চুর্ড়ান্ত পর্ব।
টাঙ্গাইল জেলা দলের পক্ষে অংশগ্রহণ করছে যেসব খেলোয়াড়বৃন্দ তারা হলো- নাজমুল হোসেন মিলন (অধিনায়ক), মেহেদী মারুফ, লোহিত, রিমন, আবির, সজিব, তালহা, আদনান, লিমন, পাপ্পু, প্রীতম, ইমতিয়াজ আহমেদ, জহির ও অনিক। কোচ- অরিন্দম পাল লিটন, সহকারী কোচ- নির্মল চন্দ্র ভৌমিক ও ম্যানেজার হলেন- সাইফুল ইসলাম লিটন।

৫২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *