গোপালপুর নির্বাচন অফিসে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর প্রতিনিধি।।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মানববন্ধন করছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে, বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন, বেলা ১টা পর্যন্ত এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়।

উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. আবু রায়হান, অফিস সহকারি আনোয়ার হোসেন, ডাটা এন্টি আমজাত হোসেন, ডাটা এন্টি মরিয়ম আক্তার, আরো উপস্থিত ছিলেন এন আই ডি তথ্য সংগ্রহকারী ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান,  জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

 

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *