স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখলের মতো অপরাজ রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তিত রাজনীতি শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশিত পরিবর্তিত রাজনীতির ধারায় যুক্ত হতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ মিনার চত্বরে পৌর ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও গণ ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটনের সভাপতিত্বে ইফতার পূর্ব দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খাইরুল করিম পাপন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপি নেতা হামিদুর রহমান লাঠু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, যুবদল নেতা আবু রায়হান প্রমুখ।