স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গোপনে নারী ক্রেতাদের ছবি মোবাইল ফোনে তুলে তা এডিট করে নগ্ন ছবিতে মুখমন্ডল ব্যবহারের অভিযোগে সোলাইমান মৃধা (২৫) নামে এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোলাইমান মৃধা শিশির শুভূল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।
পুলিশ জানায়, সোলাইমান মৃধা শুভূল্যা মধ্যপাড়ায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছিল। তার দোকানে কেনাকাটার জন্য গ্রামের বিভিন্ন বয়সী নারীরা গেলে বিভিন্ন সময়ে গোপনে সে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে তাদের ছবি তুলে রাখতেন। পরে তা এডিট করে নারীদের ছবির মুখমন্ডল নগ্ন ছবিতে ব্যবহার করে মেসেঞ্জার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়। এ অভিযোগে ওই গ্রামের ভুক্তভোগী এক নারী শুক্রবার (১৪ মার্চ) মির্জাপুর থানায় সোলাইমান মৃধা শিশিরের নামে একটি মামলা করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হওয়া সোলাইমানকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।