ঘাটাইলে জীবন সংগ্রামী কিশোর কামরুলকে বাঁচাতে সাহায্য প্রার্থনা 

ঘাটাইল টাঙ্গাইল

আব্দুল লতিফ, ঘাটাইল ।।

মানুষ মানুষের জন্য।  জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারে না ও বন্ধু। জনপ্রিয় গায়ক ভূপেন হাজারিকার  গানের মতো মানুষের কাছে সহযোগিতা চেয়ে তাকিয়ে আছে কিশোর কামরুল (১৬)।

কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত হিরা মিয়া।

প্রায় ৪ বছর আগে বাবাকে হারিয়ে এতিম হয়ে সংসারের হাল ধরে এ কামরুল। যে বয়সে তার স্কুলে যাবার কথা তখন সে মায়ের মুখের দিকে তাকিয়ে হাতে তুলে নিয়েছে অটো ভ্যান। হালকা পাতলা গঠনের শরীর নিয়ে কামরুল কোন রকমের অর্থ  উপার্জন করে ডাল ভাত জুটতো তাদের সংসারে। মা কমলা খাতুন  (৪৫) আর ছোট ভাই হাসান (১১) কে নিয়ে মানবেতর জীবন যাপন করে আসতেছিল কামরুল।

বিধির কি নীলা। এর মাঝে কামরুলের শরীরে বাসা বেধেছে এক কঠিন রোগ। হটাৎ করেই তার পা ফুলে গেছে। এখন সে বাড়িতে শয্যাশায়ী। রোগ শনাক্ত করে ঔষধ কেনার মতো টাকা তার কাছে নেই।

কিশোর কামরুলের মা কমলা খাতুন ছেলের এ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। এখন কামরুলের এক মাত্র ছোট ভাই হাসান (১১) সেও শহরের মোটর সাইকেল গ্যারেজে কাজ করতেছে অভাব অনটনের সংসারে ভাগ্যে চাকা ঘুরাতে।

আশেপাশের লোকজন ভেবে ছিল কামরুল বাঁচবে না। কিন্তু রাখে আল্লাহ মারে কে? । মানুষের সহযোগিতা নিয়ে  কমলা খাতুন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে কামরুলের চিকিৎসাতো দূরের কথা। ছেলের মূখে তিনবেলা খাবার তুলে দিতে পারছেন না মা কমলা খাতুন। নিয়মিত ঔষধ না খেলে কামরুলের পা ফুলে যায়, রক্ত পড়া শুরু হয়।  তখন সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কান্না করে।

কামরুলের  কান্নাকাটি শুনে প্রতিবেশীদের মনও কেদে উঠে বলে জানালেন স্থানীয়  কবি ও সংবাদকর্মী সালাম চান তরফদার।

সরেজমিনে আজ বুধবার সকালে কামরুলে বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বাইরে টুলে বসে দীর্ঘশ্বাস নিচ্ছে পাশে মা কমলা খাতুন শরীরে হাত বুলিয়ে আল্লাহ কে ডাকছেন।

সাংবাদিক পরিচয় পেয়ে কামরুল বলেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। লোকজন কে বলবেন আমাকে সাহায্য করতে। আমি সুস্থ হয়ে আবারো সংসারের খরচের টাকা কামাই (রোজগার) করতে চাই।

একমাত্র ছেলে কামরুল কে বাঁচাতে এবং পরিবারে দুমুঠো ভাত জুটতে আমার দেশের মাধ্যমে  সমাজের বিত্তবান ও মানবিক মানুষের দৃষ্টি  আকর্ষণ করেছেন মা কমলা খাতুন। কামরুল কে বাঁচাতে সাহায্য পাঠানোর মোবাইল নম্বর নগদ ০১৭২৫৬০৬৮০৬ ( কামরুল)

 

 

 

২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *