মির্জাপুরে ধর্ষককে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা দিলেন বিএনপি নেতা কালাম

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারে যে সহায়তা করবে বিএনপির পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। নেতাকর্মীদের প্রমান করতে হবে যে, বিএনপি সবসময় অসহায় নির্যাতিতদের পাশে আছে। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ধর্ষিতা শিশুর পরিবারের সাথে কথা বলে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিফকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরও বলেন, একটি কুচক্রীমহল বিএনপি নেতাকর্মীদের সম্মানহানি করতে এই ঘটনার সাথে স্থানীয় নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার করছে। ভুক্তভোগী পরিবারের পাশে থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে তারা এই অন্যায়ের বিরোধী। তিনি বলেন, ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে প্রশাসনকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরাও এ ব্যাপারে সজাগ আছে। ধর্ষক ফিরোজ মিয়া যতই প্রতাপশালী হোক আইনের আওতায় আসবেই।
এর আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে যান। সেখানে তিনি শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

১৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *