
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী। অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখিনুর মিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও কল্যান সম্পাদক এস এম কামরুল ইসলাম, জেলার জয়েন্ট সেক্রেটারি খন্দকার জাকির হোসেন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা ফয়সাল হোসেন, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা সোলাইমান প্রমুখ।
বক্তারা বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, পেশাজীবি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্থরের অংশীজনের সম্মানে আমাদের আজকের ইফতার মাহফিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এবার শেখ হাসিনার নির্যাতন অত্যাচার ছাড়া রোজা রাখতে পারছি। আল্লাহ আমাদের একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। গত (৫ আগস্টের) পর থেকে আওয়ামী লীগ কবরে চলে গেছে।