মির্জাপুরে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে শ্রমিক নিহত

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনাকবলিত আলু ভর্তি ট্রাক মহাসড়ক থেকে সরানোর সময় অপর এক ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত ও গোড়াই হাইওয়ে থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে ওসি মাসুদ খানসহ আহত চার পুলিশকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক ইলিয়াসের (৪২) বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
আহতরা হলেন, মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান , সার্জেন্ট খাইরুল ইসলাম ও কনস্ট্রেবল রাশেদুল ইসলাম এবং হারুন অর রশিদ।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাক রাত দুইটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ফলে মহাসড়কে যানচলা বিঘœত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসির নেতৃত্বে আহত তিন পুলিশ সদস্য শ্রমিক নিয়ে আলু ভর্তি উল্টে যাওয়া ট্রাক মহাসড়ক থেকে সরানো কাজ শুরু করেন। রাত তিনটার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গাজীপুর গামী অপর একটি ট্রাক মহাসড়কের ওইস্থানে এসে পুলিশ ও শ্রমিকসহ তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছেন।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকের চাপায় আহত ওসি ও সার্জেন্টসহ চার পুলিশ সদস্যকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

 

 

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *