
স্পোর্টস রিপোর্টার ॥
৪৩তম জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল স্টেডিয়ামে ময়মনসিংহ ৮ উইকেটে সিলেট জেলাকে পরাজিত করেছে আর চট্রগাম স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল রংপুর জেলা ক্রিকেট দলের কাছে ৩৭ রানে পরাজিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) টাঙ্গাইল স্টেডিয়ামে সারাদেশের ন্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ওয়ানডে ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবীর, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, এ্যাডহক কমিটির সদস্য ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের সাবেক খেলোয়াড় ও কোচ ইসলাম খান, এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রাসেল খান, সাঁতারু কোচ সোলায়মান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সদস্য, ঢাকা আবাহনী মোহামেডানের সাবেক হার্ডহিটার উদ্বোধনী ব্যাটসম্যান ময়মনসিংহ জেলা দলের কোচ হারুনুর রশীদ লিটন ও ভেন্যু ম্যানেজার আব্বাস উদ্দিন।
টাঙ্গাইলে উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা ৮ উইকেটে সিলেট জেলাকে পরাজিত করেছে।
একই দিন চট্রগাম জহুর আলী স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা রংপুর জেলা ক্রিকেট দলের কাছে ৩৭ রানে পরাজিত হয়েছে। টসে হেরে পরাজিত রংপুর জেলা প্রথমে ব্যাটিং করে ৪৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। দলের পক্ষে মীম মোসাদ্দেক ৪১ ও সালমান খান ২২ রান করে। বোলিংয়ে টাঙ্গাইলের পক্ষে জহির ও নাজমুল হোসেন মিলন যথাক্রমে ২৪ ও ৩৩ রানের বিনিময়ে ৩টি করে উইকেট দখল করে। এছাড়া প্রীতম চাটার্জি ২টি ও ইমতিয়াজ ১টি উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ৪০.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩২ রান করলে ৩৭ রানে পরাজিত হয়। দলের পক্ষে প্রীতম চাটার্জি সর্বোচ্চ ২৯ জহির ২৬ ও পাপ্পু ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী রংপুর দলের আসাদুল্লাহ গালিব ৩টি, চাঁন ও রাইসুল ২টি করে উইকেট দখল করেছে।
আগামী (১৯ মার্চ) টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের দ্বিতীয় প্রতিপক্ষ পাবনা এবং আগামী (২২ মার্চ) সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। টাঙ্গাইল জেলা দলের পক্ষে অংশগ্রহণ করছে যেসব খেলোয়াড়বৃন্দ তারা হলো- নাজমুল হোসেন মিলন (অধিনায়ক), মেহেদী মারুফ, লোহিত, রিমন, আবির, সজিব, তালহা, আদনান, লিমন, পাপ্পু, প্রীতম, ইমতিয়াজ আহমেদ, জহির ও অনিক। কোচ- অরিন্দম পাল লিটন ও ম্যানেজার হলেন- সাইফুল ইসলাম লিটন।