টাঙ্গাইল স্টেডিয়ামে সিরাজগঞ্জ ৪ উইকেটে গোপালগঞ্জ জেলাকে পরাজিত

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে সিরাজগঞ্জ জেলা ৪ উইকেটে গোপালগঞ্জ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার (১৬ মার্চ) সকালে টস জয়ী সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে গোপালগঞ্জ জেলা প্রথমে ব্যাটিং করে ৪৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সাজ্জাদ সর্বোচ্চ ৬৯ রান করে। বিজয়ী দলের আশিক ও পারভেজ যথাক্রমে ৩২ ও ৩৪ রানে ৩টি করে উইকেট দখল করে।
জবাবে সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল ৪৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে জয়লাভ করে। সিরাজগঞ্জ জেলার দলের টপঅর্ডার ব্যাটসম্যান সবাই মোটামুটি রান করে। এর মধ্যে মাহফিজুল অপরাজিত ৪৭, সাফায়েত ৩৬ ও সাজিদ ২৯ রান করে। বিজিত দলের সোহেল রানা ২০ রানে ৩টি উইকেট দখল করে। খেলায় অপরাজিত ৪৭ রান ও ১টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মাহফিজুল ইসলাম।
খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও আরিফুর রহমান সুজন এবং স্কোরার শামসাদুল আখতার শামীম।
পরবর্তী খেলা আগামী মঙ্গলবার (১৮ মার্চ) ময়মনসিংহ বনাম সিরাজগঞ্জ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *