নাগরপুরে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে ডাকাতির নাটক ॥ মেয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল নাগরপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে ডাকাতির নাটক ও মিথ্যা মামলার প্রতিবাদে মেয়ের বিরুদ্ধে মা কোহিনুর বেগমের (৮৫) সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাগরপুর সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের মৃত. ডা. আবুল কাসেমের স্ত্রী সংবাদ সম্মেলনে মায়ের পক্ষে লিখিত বক্তব্য পড়েন ছোট ছেলে এসএম তারেক মাহমুদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নাগরপুর সদরে অবস্থিত গরুহাটের উত্তর পাশে আমার নিজ বাড়ির কাছে আমার মেঝ মেয়ে জাহানারা আক্তার স্বামী মৃত সিরাজুল ইসলাম ছানুর বাড়ি পাঁচতারা, সলিলআড়রা ও বর্তমানে বাবনা পাড়া ঠিকানায় থাকেন। বিগত ২০১৪ সাল হতে পৈতিক সম্পত্তিতে বসবাস করে আসছেন। বসবাস করাকালীন সময়ে আমার বড় ছেলে মরহুম কবির আহাম্মেদের দোকান দখল করে জাহানারা আক্তারের বড় ছেলে সিরাজ আল মাসুদকে ব্যবসায় বসানোর চেষ্টা করলে আমি ও আমার অন্য ছেলেরা মিলে তাকে পারবারিকভাবে বাধাঁ প্রদান করি। পরে জাহানারা আক্তার আমার নিজ নামে পুকুরের চালায় রেকর্ডকৃত জমি আমার কাছ থেকে লিখে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে জাল কাগজ করে দখলে যাওয়ার চেষ্টা চালায়। দখল করতে না পেরে দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে ক্ষতি সাধনের চেষ্টাসহ পারিবারিক মানহানি করার চেষ্টা করে যাচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমার বড় ছেলে সন্তান এসএম মহিউদ্দিন মাহমুদ (মহন) নিজ বাড়ির দক্ষিন পাশে নাগরপুর গরু হাটের মাঠে ক্রিকেট খেলে তিন চারজন বন্ধুবান্ধব নিয়ে বসে বিশ্রাম করার সময়ে জাহানারা আক্তার ও তার ছোট ছেলে জাহিদ হাসান অবৈধ আধিপত্য বিস্তারে পারিবারিক শত্রুতার জের ধরে তাদের উঠে যেতে বলে। তখন এসএম মহিউদ্দিন মাহমুদ (মহন) মাঠ থেকে চলে না যাওয়ায় জাহানারা আক্তার ও তার ছোট ছেলে জাহিদ হাসান মহিউদ্দিন মাহমুদকে জানে মারার হুমকি দেন এবং তাদের মধ্যে মারামারীর ঘটনা ঘটে।
এরই জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি জাহানারা আক্তারের বড় ছেলে সিরাজ আলম মাসুদ তাদের বাড়িতে একদল ডাকাত তার ছোট ভাই জাহিদ হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে মারধর করে তার মায়ের স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে। সেই সাথে তার ভাইয়ের মোটরসাইকেল নেয়ার চেষ্টা কওে বলে এমন মিথ্যা বক্তব্য তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগরপুরবাসির মধ্যে আতংক সৃষ্টি হয়। সেই সাথে জাহানারা আক্তার বাদী হয়ে নাগরপুর থানায় আমার নাতি মহনের নামে একটি অভিযোগ দায়ের করে।
এ সময় বৃদ্ধ মা কোহিনুর বেগম আরও বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আমার মেয়ে জাহানারা ও তার ছেলে সিরাজ আল মাসুদ অবৈধভাবে আমার সম্পত্তি দখলের হীন উদ্দেশ্যে এসব করে যাচ্ছে। আমার মেয়ে ও তার ছেলে মিলে তাদের গ্রামের বাড়ি পাঁচতারা এলাকায় লোকজনকে বিভিন্ন মামলা ও নির্যাতন করার কারণে এলাকাবাসি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে তারা টাঙ্গাইল সদরে বসবাস করছেন। তাই আমি এই বয়সে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। যেন সত্যিটা আপনাদের মাধ্যমে সকলে জানতে পারেন।
এ সময় বড় ছেলের স্ত্রী মিনা বেগম, স্বজন মাহমুদ ও তানিয়া আক্তার রানুসহ বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *