
ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাছান আলীর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষক-কর্মচারীদের একাংশের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজের অধ্যক্ষ হাছান আলী। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ হাছান আলী বলেন, কলেজ বন্ধ থাকার পরেও কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী উদ্দেশ্য প্রণোদিতভাবে কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের উস্কিয়ে আমার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার দাবিতে মানববন্ধন করেছে। যা কলেজের শৃঙ্খলাভঙ্গ ও আইনি পরিপন্থী। তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগের রায়ে আমাকে আমার স্বপদে বহালের নির্দেশ রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি ও আমাকে স্বপদে বহালের নির্দেশ দেয়। পরে আমি গভর্নিং বডির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অধ্যক্ষের অফিস কক্ষে প্রবেশ করার চেষ্টা করে তালা পরিবর্তন দেখে সেটি ভেঙে অফিসে প্রবেশ করি।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের একাংশ শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তব্য দেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, খন্দকার মুজাহিদ মেহেদী হাসান, নূরুল ইসলাম মনসুর, সীমা আক্তার, রীনা আক্তার প্রমুখ।