মধুপুরে সনাক-টিআইবি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করণীয় সভা

টাঙ্গাইল মধুপুর

মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে সনাক-টিআইবি’র উদ্যোগে উপজেলার “প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করনীয়” বিষয়ক অধি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ সভা হয়। এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) গ্রুপ, এসিজি এবং মধুপুর উপজেলা শিক্ষা অফিসারসহ কর্মকর্তা কর্মচারীরা এতে অংশগ্রহণ করে।
টিআইবির শিক্ষা বিষয়ক আহবায়ক শ্রীকুমার গুহ নিয়োগির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কো অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষা অফিসার রুনা লায়লা, রমজান আলী, জহিরুল ইসলাম, নাজমুল হক,সনাক সভাপতি আব্দুল মালেক, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইয়েস সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় মহিষমারা মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাগন্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষে মধুপুর গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ এর উদ্দ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক ও অভিভাবক বৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকসন মিটিং এর আলোচনা ও মতামত ও প্রত্যাশা তোলে ধরা হয়।
মুক্ত আলোচনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষনের পাশাপাশি মনিটরিং করা হচ্ছে। সাংবাদিক হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের দক্ষতা অনুযায়ী মাঠে কাজ করছে কিনা সেটা জানার জন্য সেম্পল টেস্ট অনুযায়ী মাঝে মধ্যেই ভিজিট করা হলে শিক্ষকরা আরো বেশি পাঠদানে মনোযোগী হবে।
সহকারী শিক্ষা অফিসার রুনা লায়লা বলেন, দুর্নীতির সাথে সমঝোতা নয়, স্বাধীনতার এত বছর পরও আমরা নিজেরা শিক্ষার গুরুত্ব এখনও বুঝতে পারি নাই। আমরা শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে কাজ করতে হবে বলে তিনি হানান।
সনাক সভাপতি আব্দুল মালেক বলেন, মধুপুর সনাক সবসময় জনগনের পাশে আছে এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে জনগনকে সম্পৃক্ত করে কাজ করে। সবসময় সহযোগিতামুলক আচরণ করে।

 

 

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *