যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন যায়যায়দিনের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল। জেজেডি ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, কার্যকরি সদস্য খন্দকার মাসুদুল আলম, আজীবন সদস্য এসএম আওয়াল, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, দৈনিক বণিকবার্তার প্রতিনিধি পারভেজ হাসান, বিজয় টিভি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, দেশ টিভির প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পূর্বাকাশের প্রতিনিধি কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন দীর্ঘদিন যাবত সকল গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গণমানুষের পক্ষে সোচ্চার রয়েছে। একটি কুচক্রী মহলের অপতৎপরতার জেরে ঠুনকো কারণে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করা হয়েছে। পত্রিকাটির সঙ্গে সাত শতাধিক পরিবারের রুটি-রুজি জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পত্রিকাটির ভূমিকা অগ্রগণ্য। বক্তারা দ্রুত যায়যায়দিনের ডিক্লারেশ বাতিলের আদেশ রহিত করে পত্রিকাটির প্রকাশনা নিরবচ্ছিন্ন রাখার দাবি জানান।
পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্র-পত্রিকার সাংবাদিকরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *