
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের সখীপুরে রিক্সাভ্যান ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ) প্রথম প্রহর রাত আনুমানিক ১টার সময় পৌরশহরের রকিব নগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর উপজেলার কালিদাস ফুলঝুরি পাড়ার আঃ কাদের মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও গড় গোবিন্দপুর গ্রামের বক্তার আলীর ছেলে খোকন মিয়া (৩২)।
সখীপুর থানা পুলিশ জানায়, অজ্ঞাত ব্যাক্তি মোবাইল ফোনের মাধ্যমে জানান, সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে রকিব নগর আবাসিক এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা একজন ভ্যান চালককে মারধর করে তার ভ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ছিনতাইকারীর দেয়া তথ্যের ভিত্তিতে আরেকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর তথ্যমতে পরে অপর ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে নিয়মিত মামলা রজ্জু করে আদালতে প্রেরণ করা হয়।