মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ এন্ড র‍্যাংকিং  কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।

টাঙ্গাইলের মাওলানা  ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  কোয়ালিটি রিভিউ এন্ড র‍্যাংকিং কমিটির দ্বিতীয়  সভা সোমবার (১৭ মার্চ) বিকেলে  বিশ্ববিদ্যালয়ের সভা  কক্ষে অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ  আনোয়ারুল আজীম আখন্দ। সভার শুরুতে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান স্বাগত  বক্তব্য রাখেন। পরে কমিটির সদস্য- সচিব ড. জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন  কৌশলগত পদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।
তাঁর প্রেজেন্টেশনের উপর অন্যান্য সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন বিষয়  নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং  গুরুত্বপূর্ণ মতামত দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,  রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও   পরামর্শদান কেন্দ্রের পরিচালক,  প্রক্টরসহ  বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আরও উচ্চ স্থানে পৌঁছানোর লক্ষ্যে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক  গুণগত অগ্রগতি,  চ্যালেঞ্জ ও করনীয়  বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
তিন  আরও বলেন, বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি আমাদের শিক্ষার গুণগত মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিকভাবে আমাদের অবস্থানের প্রতিফলন ঘটাতে হবে। এজন্য আমাদের অবশ্যই গবেষণার পরিমাণ ও মান বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মানিত কমিটির সদস্যরা তাঁদের কাজের মাধ্যমে  বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।

১০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *