ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সোমবার (১৭ মার্চ) কর্ণা ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ বলেন, বেগম খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকার। বিএনপি কখনো অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। গত ১৬ বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল বিএনপি। দেশে আবার গভীর ষড়যন্ত্র চলছে। প্রয়োজনে আবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নামতে হবে।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, সাবেক মেয়র নজুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, পৌর বিএনপি নেতা ফারুক হোসেন ধলা, শিল্পপতি শামীম মিয়া, সাবেক যুবদল নেতা আবু বকর সিদ্দিক, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।