
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের বিপ্লব কুমার সূত্রধর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ১৭ ও ১৮ ধারা মোতাবেক তিন অবৈধ ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমান করা হয়। ভাটা তিনটি হলো- ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মধুপুর উপজেলার তিতাস বিকস্ ৬ লাখ টাকা, সিটি বিকস ৫ লাখ টাকা ভূঞাপুরের বিবিসি বিকস্ ৬ লাখ টাকা । এ সময় মধুপুরের মধুপুর বিকস্ ও আশা বিকস্ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয় ইটভাটার পরিচালনার সকল কার্যক্রম ।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমদল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কমার সত্রধর জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান চলমান থাকবে।