
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহর জামায়াতের ১নং ওয়ার্ডের ইফতার মাহফিলে বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ডের কেডি মসজিদের সামনের মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠান শুরুর আগেই টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দেয়। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও অনুষ্ঠান সফল করার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করে। এতে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় জেলা ছাত্রদলের নেতা আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও পুলিশ সদস্যরা উত্তেজিত ছাত্রদলের নেতাদের বুঝানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রদলের নেতারা চলে যায়। তারা চলে যাওয়ার পর জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে সফলভাবে ইফতার মাহফিল শেষ হয়।
এ বিষয়ে জানতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।