মির্জাপুরে বাড়ির মাটি কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিল এক যুবদল নেতা। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে। বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগী বাড়ির মালিক আজাহার গনমাধ্যম কর্মীদের কাছে তার এ ক্ষোভের কথা জানান। অভিযুক্ত যুবদল নেতা মাসুদ সিকদার আজগানা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের সাগর সিকদারের ছেলে।

জানা গেছে, উপজেলার আজগানা গ্রামের আজাহার (৩৫) আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে কিছু ইট কিনেন। ইটের টাকা যথাসময়ে পরিশোধ না করতে না পারায় লোকলজ্জার ভয়ে আজাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন। এদিকে ওয়াদা ও তারিখ অনুযায়ী ইটের টাকা পরিশোধ না করায় মাসুদ সিকদার রাতের আধারে ভেকু দিয়ে বসতবাড়ির মাটি কেটে নিয়ে গেছেন বলে আজাহার অভিযোগ করেছেন।

ভূক্তভোগী আজাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইট কেনার সময় মাসুদ সিকদার সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর রাখেন। পরে কি লিখেছে তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবার (১৩ ও ১৪ মার্চ) রাতে আমার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেয়। মাটি কেটে নেওয়ার পরও সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ সিকদার বলেন, চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরো ৫০ হাজার টাকা নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেওয়া হয়েছে। এখন সে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মাসুদ সিকদার জানান।

২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *