
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও ঢাকা মহানগরীর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ।
কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা নিজ বাস ভবনে আয়োজিত ইফতার পূর্বে আলোচনায় ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বলেন, আমি প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে নেতৃত্ব দিন তাহলেই এদেশ ঘুরে দাঁড়াবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই আয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম। ঐক্যফ্রন্টের কারণে আমাকে দলীয় মনোনয়ন থেকে সরে আসতে হয়েছিলো। আমার রাজনৈতিক জীবনে যাইহোক আমি আপনাদের সাথে নিয়ে সারাজীবন চলতে চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন, কালিহাতী পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র আলী আকবর জব্বার ও যুবদল নেতা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানিয়েছেন।