
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে যানজট নিরসন বিষয়ক জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে যানজট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
১৩ Views