গাজায়  ইসরাইলি হামলার প্রতিবাদে  টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার।।

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর চরমপন্থী আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ মার্চ) রাতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলার শাখার উদ্যোগে  মিছিলটি শহর প্রদক্ষিন করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্টিত হয়। কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাশেমী, সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবিব, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- জেলা যুব খেলাফত মজলিসের সাংগঠনিক মাওলানা আশরাফ বিন সাঈদ, বায়তুল মাল সম্পাদক মোন্নাফ আলী, ভূঞাপুর উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি সোলায়মান হোসাইন প্রমুখ। এর আগে সন্ধ্যায় টাঙ্গাইল জেলা খেলাফত যুব মজলিস টাঙ্গাইল প্রেসক্লাব হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *