
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ বিগত দিনে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকার পরেও এখন বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এমন চিত্র দেখে ঘাটাইল উপজেলা বিএনপিতে আলোচনা ও সমালোচনা চলছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ঘাটাইল পৌর বিএনপির আয়োজনে ঈদগাঁ মাঠে ইফতার মাহফিলে যোগদেন এই আব্দুর রশিদ।
ঘাটাইলের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ আওয়ামী লীগের বিভিন্ন জনসভা ও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের লোকজন নিয়ে তিনি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে দলের পক্ষে কাজ করেছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, ঘাটাইলের কিছু নামধারী বিএনপির লোকজন আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এই আব্দুর রশিদকে বিএনপিতে ভেড়ানোর চেষ্টা করছেন। বিএনপির এক ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। যার কারণে উপজেলায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘাটাইল উপজেলা বিএনপির একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির আব্দুর রশিদকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ঘাটাইল উপজেলা বিএনপি এই বিষয়ে ধিক্কার জানিয়েছে।
এ বিষয়ে আব্দুর রশিদের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
তিনি বিগত ২০২২ সালের (৬ জুন) অনুষ্ঠিত ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়েছিলেন । বার বার দল বদল করা সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া এর আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও বঙ্গবীরের কৃষক শ্রমিক জনতা লীগের সাথে যুক্ত ছিলেন। বিগত ২০১৪ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।