
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা এডভোকেট বার সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি সভাপতি এস এম ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, পিপি শফিকুল ইসলাম রিপন, নারী ও শিশু নির্যাতন দমন তাই ট্রাইবুনাল পিপি ওমরাও খান দীপু, স্পেশাল আদালতের পিপি শাজাহান কবির, সাবেক অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান, বারের সাবেক সভাপতি একেএম শামীমুল আক্তার , বারের সাবেক সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকী মিন্টু , ফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন , সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো, অতিরিক্ত পিপি মোনায়েম হোসেন খান আলম, শামীম চৌধুরী দয়াল, আলী ইমাম তপন, অতিরিক্ত জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম শাহীন, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মইদুল ইসলাম শিশির, সাবেক জিপি আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক, কবির হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান বিপনসহ ফোরামের, বারের সিনিয়র ও জুনিয়র আইনজীবী।