
মধুপুর প্রতিনিধি ॥
টিআইবির ইয়েস গ্রুপের দুই সদস্য সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতকরণের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়কের দাবি সংবলিত স্মরক লিপি প্রদানের পর নিহতের স্মরণ সভা করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার আনারস চত্ত্বরে মানববন্ধনে জামালপুর সড়ক এলাকার সাধারণ জনগোষ্ঠী, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সনাক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য বজলুর রশিদ খান, টিআইবির ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম, ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক, আব্দুস সামাদ তালুকদার ও সাদের আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, এসএম শহীদ, আনোয়ার সাদাৎ ইমরান, ইয়েস সদস্য সেলিনা পারভীন, এসিজি সদস্য শারমীন, সাবেক ইয়েস সজিব, ইয়েস সদস্য মাজহারুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় নিহত রুহল রুহুল আমীন রনির বাবা সোলায়মান কবির, নিহত রুহুল আমীনের খালা বাছেদা বেগম, টিআইবির এরিয়া ম্যানেজার জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমুখ।
এর আগে নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে টিআইবি সনাকের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নিকট স্মরকলিপি প্রদান করা হয়।
পরে নিহতের স্মরণে মোনাজাত করা হয়। এ সময় সড়ক দূর্ঘটনায় যাতে তাজা প্রাণ না ঝরে এ জন্য দাবি করা হয়। সড়ক নিরাপদ করতে সুশাসন নিশ্চিতকরনের দাবি তোলেন বক্তারা।