
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাওয়াল ব্রিজের ঠিকাদারের গাড়িতে হামলা করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিন শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরদহি ভাওয়াল ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল ব্রিজের কার্পেটিং কাজ করার সময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিতে ৮-১০ জন যুবক এসে প্রথমে কাজ বন্ধ করতে বলেন। এরপর তারা ঠিকাদার নজরুল ইসলামের গাড়িতে হামলা করে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে তিন শ্রমিককে মারপিট করে আহত করা হয়।
ঠিকাদার নজরুল ইসলাম বলেন, তিন কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাতিয়া-পালিমা আঞ্চলিক সড়কের ভাওয়াল ব্রিজের কাজ পান ইসলাম ব্রাদার্স। আমরা ব্রিজের কাজ শুরু করার পর থেকেই আনালিয়াবাড়ি গ্রামের জাহিদ গংরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার পর ব্রিজের ওপর কার্পেটিং চলাকালে হঠাৎ করে জাহিদের নেতৃত্বে ৮-১০ জন যুবক এসে আমার প্রাইভেটকারে হামলা করে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।