স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর কথা বলতে পারছেন। এজন্য এ দেশের মানুষ আজকে চিন্তা করছে তাদের পছন্দমত নেতাকে ভোট দিয়ে এমপি বানাবেন। দেশবাসী দীর্ঘদিন পর স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পেয়েছে। বিএনপি এদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমানের হাতে ক্ষমতা আসলে এ দেশের মানুষ শতভাগ নিরাপদ ও সুখ শান্তিতে থাকবে। দেশবাসী চাঁদাবাজ আর দখলবাজ এবং অন্যায় অত্যাচারীদের আর দেখতে চায় না। বিএনপি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামুর্কী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, তোজাম্মেল হোসেন প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।