
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর সড়কে গরু ব্যবসায়ীদের গুলি করে দুই ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতায়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইফতারের সময় পাঁচগাঁও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের হাতে মারপিটে আহতরা হন- গরু ব্যবসায়ী রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।
ছিনতাইকারীদের মারপিটে আহত গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, শনিবার (২২ মার্চ) ছিল কাইতলা গরুর হাট। রাজশাহী থেকে তিনিসহ চার ব্যবসায়ী মিলে গরু নিয়ে হাটে বিক্রির জন্য এসেছিলেন। গরু বিক্রির পর প্রায় ৮০ লাখ টাকা দুটি ব্যাগ ভর্তি করে একটি প্রাইভেটকারে রাজশাহী যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঠিক ইফতারের সময় প্রাইভেটকারটি মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের পাঁচগাঁও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে এলে পিছন ও সামনের দিক থেকে আসা ১০-১২টি মোটরসাইকেল ও একটি হাইয়েজ গাড়িতে ২০-২৫ জন ছিনতাইকারী তাদের প্রাইভেটকারটি ফিল্মি স্টাইলে গতিরোধ করে। পরে এলোপাথারি গুলি ছুড়ে তাদেরকে জিম্মি করে ফেলে। এ সময় প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ফেলে। ছিনতাইকারী চক্রের সদস্যরা গাড়ির চাবি নিয়ে ভিতরে প্রবেশ করে তাদের বন্দুকের মুখে জিম্মি করে এলোপাথারি মারপিট করে দুই ব্যাগে থাকা প্রায় ৮০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুর রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিন, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোকলেছুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যরা গরু ব্যবসায়ীদের প্রাইভেটকার গতিরোধ করে গুলি ছুড়ে টাকা ছিনতাই করে পালিয়ে গেছে। ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে সারাশি অভিযান চলছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।