
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে এক মাসব্যাপি ইফতারের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলেজ পাড়ায় অবস্থিত নূরানী জামে মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন করে যাচ্ছে ‘বারাকা সামাজিক উদ্যোগ’ নামে সংগঠনটি।
এর মধ্যে নূরানী জামে মসজিদে প্রায় ১০০ প্যাকেট, পোড়াবাড়ি নতুন মসজিদে ৪০ প্যাকেট, বেড়াডোমা ফকির পাড়া মসজিদে ৪০ প্যাকেট এবং বেড়াডোমা চার রাস্তা সংলগ্ন মসজিদে ২০ প্যাকেট করে নাজাতের শেষ দশদিন ইফতার দেওয়া হবে।
ইফতারীর আয়োজনে থাকছে বেগুনি, পিয়াজু, মুরি, খেজুর, কলা, বুট, মশা, মাঠা এবং একটি করে ছোট পানির বোতল প্রদান করা হয়। বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের কর্তৃপক্ষসহ বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রে মসজিদে বসে ইফতার করেন।
১৬ Views