
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগীরকোফা গ্রামে শুক্রবার (২১ মার্চ) দুপুরে ভাতিজার বেধড়ক পিটুনিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চাচা ও চাচি গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, যুগীরকোফা গ্রামের মির্জা আবুল কালামের জায়গায় তাঁর ভাই প্রয়াত মির্জা গোলাম মেরাজের পরিবারের সদস্যদের বাথরুম অবস্থিত। মির্জা আবুল কালাম শুক্রবার (২১ মার্চ) দুপুরে বাড়ির কাজের জন্য রাজমিস্ত্রি ডাকেন। এ সময় তাঁর ভাতিজা মির্জা তাজবির তাঁর বাথরুম ভাঙা হবে ধারণা করে আবুল কালামের টিনের বেড়ায় ইট দিয়ে ঢিল ছুড়তে থাকেন। এ সময় তাঁর চাচি শোভনা বেগম এ ঘটনার প্রতিবাদ করায় তাজবীর ও তাঁর মা মনোয়ারা বেগম মিলে আবুল কালামকে মারপিট করতে থাকেন। ঘটনা দেখে কালামের স্ত্রী শোভনা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে পাঠায়।
পরে ওই এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে শোভনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
নাম প্রকাশ না করে ওই গ্রামের কয়েক ব্যক্তি জানায়, তাজবীর মাদকাসক্ত। এছাড়া ছোট-খাটো অপরাধের সঙ্গে তিনি জড়িত। তারা তাজবীরের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।