সুষ্ঠ ভোট গ্রহণে সকলের সহযোগিতা দরকার- মির্জাপুরে ইসি মাছউদ

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত সুষ্ঠ হবে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষিত সময় চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার কমিশন সেটা করেছে। একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠ নির্বাচনের পূর্বশর্ত। আজকে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। সুষ্ঠ ভোট গ্রহণে সকলের সহযোগিতা দরকার।
শনিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসে পৌছালে তাঁকে স্বাগত জানান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার, মির্জাপুর থানার (ওসি) মোশারফ হোসেন, বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন সিদ্দিকী প্রমুখ।

নির্বাচন কমিশনার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমে নিয়োজিতদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *