
স্টাফ রিপোর্টার ॥
‘বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে সরকারের ভূমিকা’ শীর্ষক শ্লোগানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট আলী ইমাম তপন, বাকশিস জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদের, বাকশিস এর সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, জেলা বিএনপির নেতা সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকা ও জিয়াউল ইসলাম শাহীন প্রমুখ।
জেলার বিভিন্ন স্কুল, কলেজের অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক ও কর্মচারীর উপস্থিতিতে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি এ.কে.এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাকাশিস এর সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন।